প্রকাশিত: Wed, Mar 1, 2023 2:33 PM
আপডেট: Mon, Jan 26, 2026 12:56 AM

দেশের নির্বাচনী ব্যবস্থার প্রতি মানুষের আস্থা শূন্যের কোঠায়: জি এম কাদের

এম এম লিংকন: জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে চাই। ভোটের মাধ্যমে দেশের মানুষ নির্ধারণ করবে কারা দেশ পরিচালনা করবে। বুধবার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, দেশের নির্বাচনী ব্যবস্থার প্রতি মানুষের আস্থা শূন্যের কোঠায়। নির্বাচনের প্রতি আগ্রহ নেই বলেই মানুষ এখন ভোটকেন্দ্রে যেতে চায় না। কারণ, উৎসবের নির্বাচন এখন আতঙ্কের হয়ে পড়েছে। তিনি বলেন, সাধারণ মানুষের মতো প্রশাসনও নির্বাচনে নিরপেক্ষ থাকে না। আবার ক্ষমতাসীনদের কারণে প্রতিপক্ষরা তো নির্বাচনের মাঠে দাঁড়াতেই পারছে না। যার কারণে নির্বাচনে খুব কম সংখ্যক ভোটার উপস্থিত হচ্ছে। এমন নির্বাচন তো আমরা চাই না। মতবিনিময় সভায় জাতীয় মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের প্রধান সমন্বয়কারী মনিরুল ইসলাম মিলন, জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহজাদা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু, সমাজকল্যাণ সম্পাদক গোলাম মোস্তফা এবং মৎস্যজীবী পার্টির সভাপতি আজাহার সরকার উপস্থিত ছিলেন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব